সাহিত্যে নোবেল পেলেন অ্যানি আর্নাক্স

অ্যানি আর্নাক্স

চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়। ‘যে সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন’ তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি।

নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান টেলিফোনে এবারের বিজয়ীকে এই সুখবর জানান। এই ঘোষণার আগে সাহিত্যে নোবেলের জন্য মনোনীত ব্যক্তির সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।

অ্যানি আর্নাক্স জন্ম হয়েছে ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। তার সাহিত্য মূলত আত্মজীবনীমূলক, সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত।