দর কমেছে যেসব কোম্পানির

কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছেওরিয়ন ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪৯ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ কমেছে। এতে করে শেয়ার দর ওরিয়ন ফার্মা পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটালের ৮.২১ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৭.৬৩ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৫৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয় ৭.৪৬ শতাংশ, বসুন্ধরা পেপার ৭.১১ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬.৪৫ শতাংশ, মীর আখতার ৬.৪২ শতাংশ এবং বিকন ফার্মা ৬.২২ শতাংশ দর কমেছে।