কোরবানির জন্য সুস্থ-সবল পশু চেনার উপায়

নিউজ ডেস্ক : কোরবানি শব্দের আভিধানিক অর্থ হলো ত্যাগ, আত্মোৎসর্গ; নৈকট্য লাভ। ইসলামি শরিয়তের পরিভাষায় কোরবানি হলো, জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্বপর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা।

আর কোরবানির পশুর জন্য দরকার সুস্থ-সবল পশু যাচায় বাছাই করা। ইতোমধ্যে পশুর হাটগুলো জমে উঠেছে। বাংলাদেশে কোরবানির জন্য সবচেয়ে আকর্ষণীয় পশুই হলো গরু।

সুস্থ পশু চেনার উপায়:

  •  পশুর চোখ উজ্জ্বল ও তুলনামূলক বড় আকৃতির হয়।
  • সুস্থ পশু অবসরে জাবর কাটে (পান চিবানোর মতো)।
  • কান নাড়ায় ও লেজ দিয়ে মাছি তাড়ায়।
  • বিরক্ত করলে প্রতিক্রিয়া দেখায়, সহজেই রেগে যায়।
  • গোবর স্বাভাবিক থাকে।
  • দেখতে প্রাণবন্ত, চামড়া ঝকঝকে দেখায়
  • পাঁজরের হাড় উঁচু-নিচু থাকে।
  • নাকের ওপরের অংশ ভেজা মনে হয়।
  • খাবার এগিয়ে দিলে জিব দিয়ে তাড়াতাড়ি টেনে নেয়ার চেষ্টা করে।
    অসুস্থ পশু চেনার উপায়
  • পশুটি ভালোভাবে খেতে চায় না।
  • হেলেদুলে ও ধীরে চলে।
  • রোদে কম থাকতে চায়, ধীরে ধীরে ছায়া খোঁজে।