সপ্তাহজুড়ে দর বেড়েছে যেসব কোম্পানির

লেনদেন বহাল

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে (১৯-২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানি শেয়ার হাতবদলে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ২৯৭টির, দর অপরিবর্তিত রয়েছে ১৯টির এবং ৫টির শেয়ার হাতবদল হয়নি। তবে সপ্তাহজুড়ে দর বেড়েছে সবচেয়ে বেশি মেঘনা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার হাতবদলের শুরুতে মেঘনা ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সা।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৬০.১০ শতাংশ। এতে করে কোম্পানিটি ডিএসইর সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ইনফরমেশন সার্ভিসেস ১.৪৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ১১.৩৩ শতাংশ, আল-হাজ্বটেক্সটাইল ৯.২৭ শতাংশ, ফাইন ফুডস ৯.১৭ শতাংশ, সিনোবাংলা ৯.০৬ শতাংশ, তিতাস গ্যাস ৮.৫৭ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যাল ৭.১৯ শতাংশ, ইনটেক লিমিটেড ৫.৩৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ৫.০৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।