বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ, শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

দেশ সমাচার ডেস্ক: বায়ুদূষণে ফের প্রথম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। বিশ্বের দূষিত বায়ুর দেশ হিসেবে ১১৭টি দেশের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুমানের তথ্য বিশ্লেষণ করে তা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও)। এদিকে শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

গেলো দিন প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিন শতাংশ শহর বায়ুমান বজায় রাখতে পারলেও সব দেশই এ মান বজায় রাখতে পারে নি। দূষিত বায়ুর তালিকায় বাংলাদেশের পর আফ্রিকার অবস্থান। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের।

এরপর তাজিকিস্তান, ভারত, ওমান, কিরগিজস্তান, বাহরাইন, ইরাক, নেপাল, সুদান, উজবেকিস্তান, কাতার ও আফগানিস্তানের নাম রয়েছে। এদিকে নির্মল বায়ুর দেশ হিসেবে প্রথম রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া রয়েছে কানাড, জাপান ও যুক্তরাজ্য।

এই প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি (আইকিউ-এয়ার)। ২০১৮ সালের পর দ্বিতীয় বারের মতো এ প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি।

কোথায় প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমান কত তা বিবেচনায় আনা হয়েছে। এ সংস্থাটি ২০১৮ সাল থেকে বিশ্বে বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে।