রোববার থেকে এক কোটি পরিবার পাবে টিসিবির পণ্য

টিসিবির পণ্য

রমজান উপলক্ষ্যে ১ কোটি নিম্ন আয়ের মানুষকে রোববার (২০ মার্চ) থেকে দেওয়া হবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড।

আগামী ২০-৩১ মার্চ প্রথম পর্যায়ে ১১০ টাকা কেজি দরে দেওয়া হবে ২ লিটার সয়াবিন, ৫৫ টাকা কেজিতে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে।

টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম জেলা প্রশাসনের পাশাপাশি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

সরকার এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করেছে। এর ম‌ধ্যে ফ্যামিলি কার্ড পে‌য়ে‌ছেন, করােনাকালীন বিভিন্ন শ্রেণির মানুষকে নগদ সহায়তা দেওয়ার যে ডাটাবেজ প্রণয়ন করা হয় তার মধ্যে ৩০ লাখ পরিবার, সারাদেশে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সহায়তায় ৫৭ লাখ ১০ হাজার উপকারভােগী পরিবার।

ঢাকা সিটি কর্পোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনে ১০ হাজার উপকারভােগী রয়েছে। উপকারভােগী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনা করা হয়েছে ব‌লে জানানো হয়।

কীভাবে পণ্য দেওয়া হবে–সাংবাদিকদের এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রী বছেছেন, ‘আমরা আগে থেকেই ট্রাকের স্পট জানিয়ে দেব। কজন কার্ডধারীকে পণ্য দেওয়া হবে, সে কথাও জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী কার্ডধারীরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে।’