একুশে বইমেলায় মনিরা আক্তারের নতুন গল্প সংকলন ‘অন্য জীবন’

এবারের একুশে বইমেলায় মনিরা আক্তারের গল্প সংকলন ‘অন্য জীবন’ বইটি মেলার ৪৩৫-৪৩৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ৯ টি ছোট গল্প নিয়ে ‘অন্য জীবন’ অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

সুন্দর প্রচ্ছদে মোড়ানো বইটিতে পাহাড়ি মানুষদের সরল জীবন বৈচিত্রের চিত্র, আতিথেয়তা, পাহাড়ে জোছনায় অবগাহন এবং ভ্রমণে আপনিও মোনালিসার সাথে ঘুরে আসতে পারবেন বান্দরবানের টংকাবতি গ্রাম থেকে। মুক্তিযুদ্ধে আদিবাসীরা যে পাহাড়ের কোলে চুপ করে থাকেনি। বঙ্গবন্ধূর ৭ই মা্র্চ এর ভাষণ শুনে ‘সেই সময়’ গল্পে আদিবাসীদের লড়াইযের বেশ কিছু সত্যিকারে চিত্র গল্পের চরিত্রে পাবেন।

পাবেন, ভালোবেসে বিয়ে করেও স্বামীর মাদকাসক্তি স্নিগ্ধাকে কী রকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
সবকটা গল্পই আমাদের জীবনে কারো না কারো সাথে মিলে যাবে। সবই আমাদের চেনা জানা চরিত্র।
গল্পের চরিত্রগুলোর মাধ্যমে মানুষের মনোসামাজিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান এই লেখক। তিনি বলেন, আশা করছি গল্পগুলো আমাদের চারপাশকে ভাবতে শিখাবে, ভালোবাসতে শিখাবে।

‘অন্য জীবন’ নিয়ে কথা সাহিত্যিক দিলারা মেসবাহ বলেন,

অন্য জীবন — মনিরা আক্তারের নতুন গল্প সংকলন।ভিন্ন ভিন্ন স্বাদের চমৎকার ৯ টি গল্পের অন্য জীবন
অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

মনিরার গল্পে প্রকৃতি, মানুষ হাত ধরে হাঁটে। সমুজ্জ্বল প্রাকৃতিক জলজ ঘ্রাণে ম-ম যাপিত জীবনের চিত্র এঁকেছেন লেখক। আমাদের নৃ- গোষ্ঠীর সরল জীবন যাপনের প্রত্যক্ষ
অভিজ্ঞতা সঞ্চয় করে লিখেছেন গল্প,এই কথাশিল্পী।

‘সেই সময়’ গল্পটিতে ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর একাত্তরের মুক্তিযুদ্ধে
প্রাণ পাতের স্বাক্ষর পরিস্ফুট। ‘বনের জোছনা’ গল্পে বান্দরবানে মোনালিসার অভিযাত্রা সযত্নে বুনেছেন মনিরা আক্তার।
আশা করি মনিরা আগামী জয়যাত্রায় আদিবাসী গোষ্ঠীর যাপিত জীবন উপজীব্য করে পুরো একটি গ্রন্থ রচনা করবে।

গতকাল বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, প্রাবন্ধিক সরকার আব্দুল মান্নান, কথাসাহিত্যিক মনি হায়দার, চিত্র নির্মাতা এস কে বিপ্লব। আর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুপ্রাণণ প্রকাশনার কর্ণধার আবু ইউসুফ।