যদি প্রশ্ন করো

যদি প্রশ্ন করো, তুমি কে ?

বলব মানুষ !

যদি প্রশ্ন করো, তুমি কি চাও ?

বলব প্রেম !

যদি প্রশ্ন করো, কেন প্রেম ?

বলব প্রিয় রঙ ধূসর !

যদি প্রশ্ন করো, ধূসর কেন ?

বলব বিদ্রোহ !

যদি প্রশ্ন করো, বিদ্রোহ কি ?

বলব মুক্তি !

যদি প্রশ্ন করো, মুক্তি কেন ?

বলব, বাঁচতে চাই !

যদি প্রশ্ন করো আবারও, কি চাও ?

বলব প্রেম, বলব প্রেম, বলব প্রেম !

লেখক: জোয়ারদার তাজবীদ-উন-নবী