ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট

দেশরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার, (২২ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৫৬ হাজার ৪৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোনালী পেপারের ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের ১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স, বাটা সু, বিবিএস কেবলস, বিজিআইসি, ঢাকা ডাইং, ফাইন ফুডস, ফরচুন সুজ, গোল্ডেন সন, গ্রামীণফোন, আইবিবিএল বন্ড, ইনডেক্স অ্যাগ্রো, লিন্ডেবিডি, মুন্নু সিরামিকস, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, স্যালভো কেমিক্যাল ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।