নতুন ঠিকানায় ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখা

হাজীগঞ্জ শাখা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাজীগঞ্জ শাখা এখন চাঁদপুরের হাজীগঞ্জের মুকিম উদ্দিন শপিং সেন্টারে।

৩১ জানুয়ারি  রবিবার স্থানান্তরিত ইসলামী ব্যাংকের এই হাজীগঞ্জ শাখা।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ  হোসাইন প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মোঃ মাহবুব-এ আলম। হাজীগঞ্জ শাখাপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সামাজ সংগঠক ডাঃ  মোঃ আলমগীর কবির পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।