অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভার্চুয়াল প্লাটফর্মে সোমবার ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম এর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান।ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম এ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
আরো পড়ুন- ইসলামী ব্যাংকের নতুন এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা