ইসলামী গানের শিশু শিল্পী নাহিয়ানের সাফল্য

শিশু শিল্পী

ইসলামী গানের প্রতিযোগীতায় প্রথম স্থান লাভ করেছে জনপ্রিয় ইসলামী গানের শিশু শিল্পী সাঈদ মানছুর নাহিয়ান। দেশের অন্যতম ইসলামী গানের সংগঠন রেনেসাঁ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজন করে ইসলামী গানের প্রতিযোগীতার।

সম্প্রতি লক্ষীপুর জেলার রায়পুরে শিল্পী গোষ্ঠী আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লক্ষীপুরের সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী পরিচালক মুহাম্মদ আকরাম উদ্দিন। অনুষ্ঠানে অংশ নেন ইসলামী সাংস্কৃতিক  অঙ্গনের বিশিষ্ট জনেরা।

ইসলামী গানের এই প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে পুরুস্কার জিতে নেন প্রতিভাবান ইসলামী গানের খুদে শিল্পীরা

দেশ সমাচারের সাথে আলাপকালে শিল্পী সাঈদ মানছুর নাহিয়ান, ইসলামী সংগীত নিয়ে আগামী দিনে আরো ভালো করার চেষ্টার কথা বলেন।  ইউটিউব এবং ফেসবুক পেইজের মাধ্যেমে নতুন নতুন ইসলামী সংগীতায়োজনের কথা জানান এই শিশু শিল্পী। পড়ালেখা এবং আগামী দিনের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান সাঈদ মানছুর নাহিয়ান।