আজ শনিবার সন্ধ্যার মধ্যেই জানা যাবে দেশে পবিত্র ঈদুল ফিতর কবে হবে। ৩০ রোজা পূর্ণ হয়ে ঈদ হবে সোমবার।
সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও রোববার ঈদ উদযাপন করবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে।
দেশে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।