করোনা সংকটে দিন এনে দিন খাওয়া মানুষগুলো রুটি রুজির অভাবে এখন দিশেহারা। চলমান এ সংকটময় পরিস্থিতিতে, জীবনের তাগিদে যুদ্ধ করা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করার জন্য, রোটারেক্ট ক্লাব অব ঢাকা নর্থের ১ টি ক্ষুদ্র প্রয়াস “Project Empathy”।
এই প্রয়াসে, প্রথম অব্স্থায় সংগঠনটির ক্ষুদ্র সহায়তায় রাজধানীর ভাষানটেক এলাকায় ১২০ টি পরিবারের মাঝে দৈনন্দিন খাদ্য-দ্রব্যাদি পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করা হয় কিছুদিন আগেই। তারই ধারাবাহিকতায় এবার ২য় বারের মতো, টোলারবাগ, মিরপুর-১ এ ৩০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় খাদ্যদ্রব্য।
সংগঠনের ( Rotaract Club of Dhaka North) সভাপতি রোটাঃ মোঃ নাজমুল হোসেন জানান, “আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও ফান্ড সংগ্রহ করার জন্য, যাতে করে এই দুর্দিনে আরো বেশি পরিবারের পাশে দাঁড়াতে পারি”।
সেই সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এবং স্বেচ্ছাসেবকদের যারা আর্থিক সহযোগিতা ও শ্রম দিয়ে দিনরাত পরিশ্রম করছেন।