নোবিপ্রবি শিক্ষক হেনস্তার স্বীকার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট (টিএইচএম) বিভাগের শিক্ষক মো জামসেদুল ইসলামকে অপমানের অভিযোগ পাওয়া গেছে।পণ্য পরিবর্তনকে কেন্দ্র করে নোয়াখালীর মাইজদী শহর সুপার মার্কেটে লোটো কোম্পানির মাইজদী শাখায় ঘটেছে এ ঘটনা।

 ভুক্তভোগী শিক্ষক জানিয়েছেন, টি শার্টের সাইজ পরিবর্তন করতে গেলে পণ্য পরিবর্তন করতে অসম্মতি জানান লোটো মাইজদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাব্বির আহমেদ শরীফ। এসময় সাব্বিরসহ শোরুমের লোকজন শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষকের সাথে অসদাচরণের ব্যাপারে জানতে পেরে কয়েকজন শিক্ষার্থীরা শোরুমে গেলে বিশ্ববিদ্যালয় নিয়েও    শোরুমের লোকজনের বিদ্রুপ অব্যাহত থাকে এবং নানা ধরণের ক্ষমতা দেখিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অপমানসুলভ আচরণ করা হয়।

শিক্ষকের সাথে হেনস্থার বিষয় অস্বীকার করে কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মাহবুব খলিল বলেছেন  ব্যবহৃত পণ্য পরিবর্তনের সুযোগ না থাকায় পণ্য পরিবর্তন করা হয়নি।

এস আহমেদ ফাহিম: নোবিপ্রবি প্রতিনিধি