গাজীপুরের শালদহ রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের বন্ধুদের ফ্যামিলি ডে- ২০২০। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন।
শিশুদের নানান খেলাধুলা, নতুন এবং পুরনো প্রজন্মের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ , ভাবীদের চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা, বালিশ বদলসহ আয়োজনে থাকছে আকর্ষনীয় র্যাফেল ড্র। বিকেলে চা নাস্তার সাথে রয়েছে নানা ধরনের পিঠার আয়োজন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে মিলন মেলা।
ফ্যামিলি ডে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফেন্ডস ইনিসিয়েটিভ জুফি’র আজীবন সদস্য সোহেল আহসান নিপু বলেন “বন্ধুত্বের এ মিলন মেলায় অনেকদিন পর সবা্বাই মিলে একসাথে প্রানবন্ত হেসে খেলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটাবো স্মৃতিময় একটি দিন। শত ব্যস্ততার মাঝেও বন্ধুত্বের টানে সবাই আমরা আবার একত্রিত হবো ‘ফ্যামিলি ডে’ আয়োজনকে ঘিরে”