বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এ ১০ কোটি টাকা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম।
চেক হস্তান্তরের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন।