৩৭ এ ইউসিবি

৩৭ এ ইউসিবি
ইউসিবি ব্যাংক: ফাইল ছবি
আজ ২৯ জুন, সোমবার ছিল (ইউসিবি) লিমিটেডের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ’এক সাথে এক পথে’ প্রতিপাদ্য নিয়ে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন করছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

১৯৮৩ সালের ২৯ জুন দেশের কয়েকজন শিল্পোদ্যোক্তার ’স্বপ্ন ও প্রচেষ্টায়’ যাত্রা শুরু করেছিল এই ব্যাংক। বর্তমানে দেশের নানা প্রান্তে এটি ১৯৫ টি শাখার সুবিস্তৃত নেটওয়ার্কসমৃদ্ধ অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বানিজ্যিক ব্যাংক।

ইউসিবি বলছে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অঙ্গীকারে যাত্রা শুরু করা ইউসিবি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ ‘প্রথম প্রজন্মের ব্যাংক’।

”সর্বাধুনিক সেবা, উদ্ভাবনী পণ্য, গতিশীল কর্মকুশলতা ও বলিষ্ট নেতৃত্বের সমন্বয়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অঙ্গনে এক উজ্জ্বল নাম ইউসিবি।”

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার কথাও এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে ব্যাংকটি।

দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসাবে অতীতের মত ভবিষ্যতেও ’নিরলসভাবে’ কাজ করার অঙ্গীকারও প্রতিষ্ঠাবার্ষিকীতে করেছে ইউসিবি।

আরো পড়ুন- বৈদেশিক অর্থ ব্যয়ে করুণ দশা