সেনাপ্রধানের হাতে ১ লাখ ডোজ টিকা দিলেন ভারতীয় সেনাপ্রধান

সেনাপ্রধানের

বাংলাদেশ সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারাভানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎতের সময় ভারতে উৎপাদিত এক লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশের সেনাপ্রধানের কাছে হস্তান্তর করেন।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাসদর দপ্তরে এ সাক্ষাৎ শেষে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়া দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পারিক প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাপ্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

এর আগে দুপুরে জেনারেল নারাভানে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপন করেন।

আরও পড়ুন:- কয়েক ঘণ্টার সফরে ঢাকায় আসছেন জন কেরি

জেনারেল নারাভানে এর নেতৃত্বে ০৩ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সকালে ঢাকা আসেন। ভারতের সেনাবাহিনী প্রধান ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘আর্মি চিফস কনক্লেভ’ এ অংশগ্রহণ করবেন।