অবৈধদের ফেরত পাঠাতে মালয়েশিয়া বিমানবন্দরে বিশেষ কাউন্টার

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানের জন্য মালয়েশিয়ায় বিমানবন্দরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে তারা ইমিগ্রেশনের অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন।তবে এক্ষেত্রে নিতে হবে না ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অবৈধ অভিবাসীরা সরাসরি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়েৱ নিজ দেশে চলে যেতে পারবেন।

এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাস এবং বিমান টিকিট সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই করোনা টেস্টের নেগেটিভ সনদ যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে এবং ৬ থেকে ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে যেতে হবে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অনুমতি ছাড়াই অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে সুযোগ করে দেওয়া হয়েছে।