ভারত সীমান্তে চীনের রকেটলঞ্চার মোতায়েন

ভারতের লাদাখ সীমান্তে ফের উত্তেজনার মধ্যে চীনের রকেটলঞ্চার মোতায়েন। সম্প্রতি ১৭ হাজার ফিট উচ্চতায় ওয়েস্টার্ন থিয়েটারে অত্যাধুনিক রকেট লঞ্চার মোতায়েন করেছে চীন।

হিন্দুস্তান টাইমস চীনা সেনাবাহিনীর অফিশিয়াল সংবাদপত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ মিটার উচ্চতায় রকেট লঞ্চারটি জিনজিয়াংয়ের উইঘুর অটোনমাস রিজিয়নে মোতায়েন করা হয়েছে । তবে সেই রকেট লঞ্চারের নির্দিষ্ট অবস্থান জানা যায়নি।

বরফে ঢাকা পাহাড়ে এই অত্যাধুনিক রকেট লঞ্চারটি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। নতুন রকেট লঞ্চারটি ২০১৯ সালে চীনা সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সাউথ চায়না পোস্ট দাবি করেছে, মোতায়েন করা রকেট লঞ্চারের রেঞ্জ জানা না গেলেও এটি নিশ্চিত যে এটি নির্দিষ্ট টার্গেটে আঘান আনতে সক্ষম।

আরো পড়ুন- ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প

এ প্রসঙ্গে চীনা সেনাবাহিনীর সাবেক প্রশিক্ষক সং ঝংপিং বলেন, এ লঞ্চারের অনন্ত পক্ষে ৩০০ মিলিমিটারের রকেট ধারণের ক্ষমতা থাকা উচিত। এবং অনন্ত পক্ষে ১০০ কিলোমিটার দূরের টার্গেটে আঘান হানার ক্ষমতা থাকা উচিত।

এদিকে এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনাও তৎপরতা বাড়িয়েছে।