ভারতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনেতে একটি স্যানিটাইজার প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। সোমবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক কারখানাটিতে প্রায় অর্ধশত মানুষ ছিলো। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে।

ফায়ারসার্ভিসের ধারণা, স্যানিটাইজার প্যাকেজিং করার সময় কোন ভাবে আগুনের সূত্রপাত।

এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া নিহতদের প্রত্যাকের পরিবারকে ২ লাখ রুপি এবং দগ্ধদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ- পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৫