ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ‘ইয়াস’

ভারতের ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে । স্থানীয় সকাল ১০টা নাগাদ বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ে অতি প্রবল ঝড়টি।

এসময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, অন্তত ৩ ঘণ্টা ধরে ওই অঞ্চলে তাণ্ডব চালাবে ইয়াস।

এই মুহূর্তে দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়ের চোখ। ধামরার উত্তর দিক অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে যাবে ঝড়টি। এরই মধ্যে ঝড়ো হাওয়ার তাণ্ডব চলছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাসহ উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে ভারতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে উপকূলীয় এলাকার প্রায় ৩৫ লাখ মানুষকে।