মাহফিজুলের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ গড়ল রানের পাহাড়

বাংলাদেশের বিশাল সংগ্রহ

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ কুয়েতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে টাইগার যুবারা। শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে ভর করে ২৯১ রান জমা করেছে বাংলাদেশ।

দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফিজুল। ১১৯ বলে ১১২ রান করেছেন। এরপর আউট হয়ে ফেরেন। তার এই শতকে ১২টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে।

আরো পড়ুন : পুঁজিবাজারে ‘২০১০ সালের পূণরাবৃত্তি’ হওয়ার সুযোগ নেই : বিএসইসি’র চেয়ারম্যান

দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এস এম মেহরব হোসেনের। ২৪ বলে ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন।