পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১৩

পেরুতে

দক্ষিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস উল্টে খাদে পড়ে ২৭ জন খনি শ্রমিক মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।
পেরুর একটি খনি থেকে অন্তত ৫০ জন শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনাটি ঘটে।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। রয়টার্সের একটি খবরে এসব তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি পেল্লানকাটা এলাকার একটি খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, দেশটির এ ধরনের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে বছরে ৩ সহস্রাধিক মানুষ মারা যায়।

আরও পড়ুনঃ- প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে ইরানে