নেপালে বাড়ছে করোনার প্রকোপ

করোনা

নেপালে হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। শনিবার ৩৬২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

নতুন সংক্রমিত শনাক্ত ৮ হাজার ৬শ’য়ের বেশি হয়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে হাসপাতালগুলোতে বেড সংকট। ঔষধ ও জরুরি মেডিকেল সরঞ্জামেরও অভাব তৈরি হয়েছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে বড় বড় শহরগুলোয় চলছে লকডাউন।

ভারত থেকে কয়েক হাজার প্রবাসী শ্রমিক দেশে ফেরার পরই মূলত সেকেন্ড ওয়েভের ধাক্কা লাগে নেপালে। তাদের নমুনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হলেও অনেকেই মানেনি সে নিয়ম। কোয়ারেন্টাইনের নির্দিষ্ট মেয়াদ পূরণের আগেই গ্রামে ফিরে যায় তারা।

আরও পড়ুন:- ভয়ে পালিয়েছেন সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা !

নেপালে করোনায় মোট প্রাণহানি ৩ হাজার ২৯৮। মোট আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ২৮ হাজার ৯শ’।