চলে গেলেন জি চব্বিশ ঘণ্টার সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

কোভিডে আক্রান্ত হয়ে প্রায় এক মাস মেডিকা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর রোববার রাত ৯টা ২৫-এ জীবনাবসান হলো ভারতের জনপ্রিয় টেলিভিশন জি চব্বিশ ঘণ্টার সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের।

তিনি ভোটের সময়ও জেলায় গিয়ে গরমাগরম অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মেডিকা থেকে করোনামুক্ত হয়ে তিন দিনের জন্য। তার পরই আবার অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার রাতে তিনি না ফেরার দেশে চলে গেলেন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিনি ভাই। তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অঞ্জনের মৃত্যুতে সংবাদ জগতে এক ইন্দ্রপতন হলো।

২০০৬ সালে জি চব্বিশ ঘণ্টায় যোগ দেন অঞ্জন। ২০১৫-তে চলে যান আনন্দবাজার ডিজিট্যাল-এ। তারপর আবার ফিরে আসেন চব্বিশ ঘণ্টায়। তার যাত্রা স্তব্ধ হলো রোববার।