কিছু সত্য কথা আশা করেছিলাম বিসিবির কাছে: মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইচ্ছে ছিল দেশের হয়ে আরো কিছু দিন ক্রিকেট খেলার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি ।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের চায়ের আড্ডায় অংশ নিয়ে মাশরাফি বলেন, আমাকে বাদ দেওয়ার সময় আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। অথচ বিসিবি বলছে- আলোচনা হয়েছে। ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমি কিছু সত্য কথা আশা করেছিলাম।

জাতীয় দলের হয়ে ২২০ ওয়ানডে, ৫৪টি টি-টোয়েন্টি আর ৩৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৩৯০ উইকেট শিকার করা মাশরাফি বলেন, আপনারা যেটা সত্য সেটা বলেন। আপনি মাশরাফিকে বাদ দিয়েছেন, সেটিই যথেষ্ট। আমি এখনও অপেক্ষায় আছি, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আমাকে এক কাপ কফির অফার দিয়ে রেখেছেন।

আরো পড়ুন- তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব