কঙ্গোয় সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূতসহ নিহত ৩

সন্ত্রাসী হামলায়

কঙ্গোতে জাতিসংঘের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় প্রাণহানি হয়েছে ইতালির রাষ্ট্রদূতসহ তিনজনের। আজ সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলে রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও নিরাপত্তা সদস্যদের সঙ্গে ভ্রমণ করছিলেন। গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হলে তারা নিহত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি ।

খবরে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের আঞ্চলিক রাজধানী গোমার কাছে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, রাষ্ট্রদূত এবং ওই সেনারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষে একটি বহরে ভ্রমণ করছিলেন। লুকা অ্যাটানাসিও কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোতে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী প্রায় সময় হামলা চালিয়ে আসছে। এর মধ্যে সশস্ত্র বোকো হারামের সদসদ্যরা গুম এবং অপহরণের সঙ্গে জড়িত।

আরো পড়ুন:- কাতার প্রবাসীদের জন্য সুখবর