জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ সমাচারে যোগ দিয়েছেন প্রতিভাবান দুই তরুণ।প্রধান সম্পাদক হিসেবে আল আমিন অর্ণব এবং প্রকাশক হিসেবে যুক্ত হয়েছেন সালেহ উদ্দিন হায়দার।
পাঠকের কাছে নিউজ পোর্টালটিকে আরো বস্তুনিষ্ঠ ও জনপ্রিয় করতে দেশ সমাচার কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন তাদের। দেশ সমাচারের নতুন প্রধান সম্পাদক বলেন ” পুরোপুরি ঢেলে সাজানো হবে এ নিউজ পোর্টালটি, বিশেষ করে সারাদেশ এবং দেশের বাইরে থেকে নতুন জনবল নিয়োগে গুরুত্ব দেয়া হবে প্রথম দিকে”
দেশ সমাচারে যোগ দিয়ে প্রকাশক সালেহ উদ্দিন হায়দার জানান ” দেশ সমাচারকে গণ মানুষের আস্থা অর্জনে সব রকমের পদক্ষেপ নেয়া হবে, মানসম্মত একটি খবরের ব্র্যান্ড পোর্টাল হিসেবে প্রতিষ্ঠা করাই আমার অন্যতম চ্যালেঞ্জ “
দেশ সমাচারের সকল পাঠক এবং শুভানুধ্যায়িদের শুভেচ্ছা জানিয়ে সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তারা।