৯টি ইস্যুয়ার কোম্পানি পরিদর্শন করবে বিএসইসি

চেক জটিলতার অবসান

৯টি ইস্যুয়ার কোম্পানির আইপিও/আরপিও এর অর্থ ব্যবহারের বিষয়ে পরিদর্শন করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যেসব কোম্পানি পরিদর্শন করা হবে সেগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (আরপিও), বেস্ট হোল্ডিং লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, রিং সাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।