দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। জেনারেল ইনস্যুরেন্স তথা সাধারণ বিমা খাতে প্রতিষ্ঠানটি ব্রোঞ্জ পুরস্কার লাভ করেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর, ২০২৪) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে সিটি জেনারেল ইনস্যুরেন্স সিএফও শেখ আজিজুল হক এবং ভারপ্রাপ্ত কোম্পানী সেক্রেটারি মোহাম্মদ আজাদুজ্জামান সরকার এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। আইসিএবির প্রেসিডেন্ট মো. ফোরকান উদ্দিন এফসিএ ও জুরি বোর্ডের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা।