মার্কেন্টাইল ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল আউয়াল

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল (সুমন) ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মরহুম মোহাম্মদ সেলিম এর সুযোগ্য পুত্র মোহাম্মদ আব্দুল আউয়াল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। আব্দুল আউয়াল সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।

আব্দুল আউয়াল এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি দাতব্য সংগঠন ’আব্দুর রাজ্জাক এন্ড মোহাম্মদ সেলিম ফাউন্ডেশনের’ সদস্য সচিব। আব্দুল আউয়াল ঢাকা ক্লাব লিঃ, ধানমন্ডি ক্লাব লিঃ ও গুলশান নর্থ ক্লাবের সদস্য।