বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৭ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬.২০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ২১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮৭.৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০.২০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ঢাকা ডাইংয়ের ২২.৫২ শতাংশ, এবি ব্যাংকের ২২.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২২.২২ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২২.০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেস্ট লিমিটেডের ২১.৪৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২১.৪৩ শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২১.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।