স্থগিতকৃত এজিএমের তারিখ ঘোষণা করেছে রূপালী ব্যাংক

রূপালী ব্যাংকের বোনাস

রূপালী ব্যাংকের স্থগিতকৃত ৩৮তম বার্ষিক সাধারণ সভা ও ৯ম বিশেষ সাধারণ সভা ৭ আগস্ট, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত স্থান ও সময় অপরিবর্তিত থাকবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার বাজারে তালিকাভূক্ত ব্যাংকটি ২০২৩ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক ডেভিডেন্ট প্রদান করেছে। এক সময় পিছিয়ে পড়া ব্যাংকটি ২০২২ সালের আগষ্টের পর থেকে ইউটার্ন নিয়ে ধারাবাহিকভাবে প্রতি প্রান্তিকেই শেয়ার প্রতি আয় বেড়েছে।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৫০ টাকা।