মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘অ্যাওয়ারনেস ট্রেইনিং অন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ৫৩ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে এএমডি ব্যাংকের সকল কার্যক্রমে সাইবার সিকিউরিটি গাইডলাইন্স যথাযথ মেনে চলার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ও গভর্সেন্স ডিভিশনের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। দিনব্যাপি প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য শাহিন আক্তার ও মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।