ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৯.৯০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের শেয়ার দর কমেছে ১৮ দশমিক ০৩ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৪.১০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ০৮ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২.৬০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মার্কেন্টাইল ব্যাংকের ১৩.০৪ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১১.৪৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১০.৮৭ শতাংশ, সোনালী পেপারের ১০.৮৪ শতাংশ, সোনালী আঁশের ১০.৭১ শতাংশ, বিকন ফার্মার ১০.৬২ শতাংশ এবং হামি ইন্ডাস্ট্রিজের ১০.৫৩ শতাংশ শেয়ার দর কমেছে।