আইসিএবি গোল্ড অ্যাওয়ার্ড পেল সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

আইসিএবি সাধারণ বীমা বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সোমবার (৩০ অক্টোবর ২০২৩) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য কোম্পানিটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেন আক্তার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো: শামীম হোসেন, সিএফও শেখ আজিজুল হক এবং ভারপ্রাপ্ত কোম্পানী সেক্রেটারি মোহাম্মদ আজাদুজ্জামান সরকারের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবি’র প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএ সহ অন্যান্যরা। এছাড়াও সিটি জেনারেল ইন্স্যুরেন্স পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা, এমডি ও পরিচালক মোহাম্মদ শামীম হোসেন উপস্থিত ছিলেন।