মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম রিজিওনের প্রধান মোঃ জাকির হোসাইন। মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম রিজিওনের ১৬টি শাখার প্রধানগণ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম রিজিওনের সব জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধানদের নির্দেশ দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী শাখা প্রধানদের মন্দঋণ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানান।