গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০৮টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪২২ টাকা ৪০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৭২ টাকা ২০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ৫০ টাকা ২০ পয়সা বা ১১.৮৮ শতাংশ। যার ফলে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি থাই ফুড ৯.৩০ শতাংশ,মনোস্পুল পেপার ৮.৩৭ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ৫.৩১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৪.৮৭ শতাংশ, লিবরা ইনফিউশন ৪.৮৭ শতাংশ, জুট স্পিনার্স ৪.৮২ শতাংশ, নর্দার্ন জুট ৪.৮২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজ ৪.৭৯ শতাংশ দর কমেছে।