গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭৬টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে মুন্নু সিরামিক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে বিডি ওয়েল্ডিংয়ের উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১২২ টাকা ৭০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ৮ টাকা বা ৬.১২ শতাংশ। যার ফলে মুন্নু সিরামিক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন লুব্রিক্যান্টস ৩.৯৩ শতাংশ,নর্দার্ন ইন্সুরেন্সের ৩.৮৮ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজ ৩.৮৭ শতাংশ, বিচ হ্যাচারি ৩.৮৪ শতাংশ, ইমাম বাটন ৩.৮৩ শতাংশ, স্টাইল ক্রাফট ৩.৮২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ৩.৮১ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ৩.৮০ শতাংশ এবং বঙ্গজ লিমিটেড ৩.৭৯ শতাংশ দর কমেছে।