ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ডর অনুমতি দেয়নি বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওরিয়ন ইনফিউশন ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক। কোম্পানিটি আরও জানায়, বিএসইসি কোম্পানিটিকে ১০ শতাংশ বোনাসের পরিবর্তে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরামর্শ দিয়েছে।