নামাজের ভিতর মুনাফিকির আলামত

মসজিদে

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও যাদের নামাজকে মুনাফিকির নামাজে আলামত পাওয়া যায়। চলুন জেনে নেই মুনাফিকির নামাজের সেই ৬ আলামত কী?

আলামত গুলো হলো:

  • যখন নামাজে দাঁড়ায়, অলসতার সঙ্গে দাঁড়ায়।
  • অন্যকে দেখানোর নিয়তে নামাজ পড়ে।
  •  ইচ্ছাকৃতভাবে নামাজে দেরি করে।
  • নামাজ শেষ করতে তাড়াহুড়ো করে।
  • নামাজের ভেতর খুব কমই মন থেকে আ্ল্লাহকে স্মরণ করে।

সুন্নত ও নফল নামাজ খামখেয়ালি করে ছেড়ে দেয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠভাবে মহান আল্লাহর জন্য নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন।