হিরোর স্ত্রী ও তার সহযোগীদের ২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের (বিএনআইসিএল) শেয়ার কারসাজির দায়ে মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বহুল আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং তার সহযোগীদের ২ কোটি ৪০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (বিএসইসি) তদন্ত প্রতিবেদনের আলোকে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নেয়। কাজী সাদিয়ার সহযোগীরা হলেন—সিটি ব্রোকারেজের বিনিয়োগকারী এজি মাহমুদ, একই ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারী তার ভাই মো. সাইফ উল্লাহ ও ডিআইটি কো-অপারেটিভ।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ সেকশন ১৭(ই)(৫) ভঙ্গ করার জন্য কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই আইনে সাইফ উল্লাহকে ৫০ লাখ টাকা, এজি মাহমুদকে ১৫ লাখ টাকা ও ডিআইটি কো-অপারেটিভকে ৩৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।