৪১তম বিসিএসের লিখিত ফল প্রকাশ

নিউজ ডেস্ক: ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ । এতে ১৩ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে।

গেল বছরের ডিসেম্বর মাসে হয়েছিল এই পরীক্ষা।

২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। তখন ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। পরে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়।