এবি ব্যাংকের মামলায় মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের মালিক গ্রেফতার

এবি ব্যাংকের দায়ের করা মামলায় মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের মালিক মোঃ আবুল কালাম হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবি ব্যাংকের পোর্ট কানেকটিং রোড শাখা থেকে স্ক্র্যাপ জাহাজ আমদানির জন্য ঋণ গ্রহন করেন তিনি।

পরবর্তীতে গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক ফৌজদারি মামলা দায়ের করে, পাশাপাশি অর্থ ঋণ মামলাও দায়ের করা হয়। ৩০শে সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত গ্রাহকের বিরুদ্ধে ২৩৮,০২,৫৪,৮৬৩.৭০ (কথায়- দুইশত আটত্রিশ কোটি দুই লক্ষ চুয়ান্ন হাজার আটশত তেষট্টি টাকা সত্তর পয়সা)পাওনা বকেয়া রয়েছে।

গ্রাহকের বিরুদ্ধে ব্যাংক ৫টি ফৌজদারি মামলা দায়ের করেছে,মামলার নম্বরঃ(১) এস টি- ৯০৭৮/২০১৭, (২) এস টি- ৯৬৫৮/২০১৭, (৩) এস টি৯৭৫০/২০১৭, (৪) এস টি ৯৭৪৪/২০১৭এবং (৫)এস টি ৯৬০০/২০১৭।

বিগত ৩০শে অক্টোবর ২০২২ তারিখে এস টি মামলা নম্বরঃ ৯০৭৮/২০১৭, ৯৬৫৮/২০১৭, ৯৭৫০/২০১৭ এর রায় ও আদেশে অনুশারে মহানগর দায়রা আদালত, চট্টগ্রামের মাধ্যমেমোঃ আবুল কালাম হাবিবকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় সীতাকুণ্ড থানার ওসির নেতৃত্বে সীতাকুণ্ড থানার পুলিশ গ্রেফতার করে এবং তাকে আদালতে প্রেরন করেন।