আলোচিত বিনিয়োগকারী হিরুর কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি

আবুল খায়ের হিরু

দেশের পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু চাঁদাবাজির হুমকিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানান, বিদেশি একটি নম্বর থেকে ফোন করে তার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে।

গতকাল শনিবার আবুল খায়ের হিরু বেশ কয়েকটি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়েছে, তারা দেশের অনেক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে নিউজ করেছেন। তারা যার বিরুদ্ধে নিউজ করেন সে সামাজিকভাবে অনেক হেয়প্রতিপন্ন হয়। তাই মানসম্মান বাচাঁতে চাইলে আমাদের পাঁচ কোটি টাকা দিতে হবে। না হলে আমরা ধারাবাহিক রিপোর্ট করব।’

পুঁজিবাজারের এ বিনিয়োগকারী বলেন, ‘আমি বলেছি আপনারা যা মন চায় করুন। আমি আপনাদের কোনো টাকা দেব না। আমিতো কোনো অন্যায় বা অপরাধ করিনি যে আমি আপনাদের টাকা দেব। আপনারা নিউজ করেন বা যা খুশি তাই করেন। এ বলে আমি ফোন কেটে দিই।’

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আবুল খায়ের হিরু।