শ্রাবণ মাসেও দেখা নেই ভারী বৃষ্টির

নিউজ ডেস্ক: বাংলাদেশে আষাঢ় শেষে শ্রাবণ মাস শুরু হলেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টির দেখা নেই। আকাশে শরত ও হেমন্তকালের মতো মেঘের আনাগোনা এবং সেই সাথে প্রচন্ড দাবদাহ।

ফলে ভরা বর্ষাকালেও বাংলাদেশের মানুষকে প্রচন্ড গরমের যন্ত্রণা সইতে হচ্ছে। গেলো কয়েকদিনে আবহাওয়ার বিপরীতমূখী আচরনে নেটিজেনরা অতিষ্ট হয়ে আছে।

আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে যে পুঞ্জিভূত মেঘ বাংলাদেশে অবস্থান করার কথা সেটা এখন ভারতের পশ্চিমবঙ্গে আছে। এজন্য বাংলাদেশে বর্ষাকালেও মুষলধারে বৃষ্টি হচ্ছে না।

আবার গেলো এক দশক ধরেই আবহাওয়ায় এমন অস্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ঋতু পরিক্রমায় এই পরিবর্তন বলে জানায় বিশেষজ্ঞরা।