বাজার একসময় অনেক ভালো হবে

রাজেশ সাহা

দেশের শেয়ারবাজার জিডিপির তুলনায় অনেক ছোট উল্লেখ করে ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা বলেছেন, বাজার একসময় অনেক ভালো হবে।

বিজনেস নিউজপোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন শেয়ারবাজার আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে বাজারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রথম বৈদেশিক ব্রোকারেজ ক্যাল সিকিউরিটিজের এই প্রধান নির্বাহী কর্মকর্তা।

দেশের পুঁজিবাজারে বর্তমান অবস্থার বিশ্লেষন নিয়ে জানতে চাইলে রাজেশ সাহা বলেন, বিগত ১০ বছরের তথ্য উপাও বিশ্লেষনে দেখা যায়, সারাবছরে কখনও আপট্রেন্ড অথবা স্ট্যাবল থাকেনা। প্রতি বছরের দুই তিন মাস এটি আপট্রেন্ডে থাকে। গত দুই তিন মাসে বাজারে ভলিউম কমে যাওয়ায় বিনিয়োগকারীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করে তিনি ভালো কোম্পানীগুলোর শেয়ারে বিনিয়োগের পরামর্শ দেন।

বিনিয়োগের আগেই মূলধন হারানোর বিষয়টা মাথায় রেখে সতর্ক বিনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন রাজেশ সাহা। বলেন, কোম্পানীর ডিভিডেন্ট পলিসি এবং ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করেলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া যায়। নন ফান্ডামেন্টাল শেয়ারে অতিমূল্যায়িত দামে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনাই বেশী থাকে বলে উল্লেখ করেন তিনি।

বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহন নিয়ে এই শেয়ারবাজার বিশ্লেষক বলেন, কেউ কেউ বলছেন সাধারন বিনিয়োগকারীদের মতোই আচরন করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তবে সাম্প্রতিক সময়েরে দরপতনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও সক্ষমতা কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।

পুরো সাক্ষাৎকারটি দেখুন ইউটিউবে