নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিনিয়োগ সিদ্ধান্ত বাধাগ্রস্ত হয়

বিনিয়োগ সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েবসাইটে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। এখানে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন থাকে না। বার্ষিক প্রতিবেদন থাকে না। ফলে এসব তথ্যের আলোকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় না। টেকনিক্যাল অ্যানালাইসিসে সঠিক ফল আসে না।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেছেন। তিনি বলেছেন, কোম্পানিগুলোকে কয়েক দফা চিঠি দিয়ে ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অনেক কোম্পানি তাতে কোনো সাড়া দেয়নি।

তিনি স্বল্পতম সময়ের মধ্যে কোম্পানির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা, অ্যানুয়াল রিপোর্ট ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সন্নিবেশিত করার আহ্বান জানান।

এ বিষয়ে তিনি বলেন, বিএসইসি এ কারণে কারো বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে চায় না। তবে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে এই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এটি সবাইকে মনে রাখতে হবে।

রোববার (৫ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এই কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেনন্টের সিইও রাশেদ হাসান , ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর, সিএমজেএফের সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল ও ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারভীন রিনভী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের ও মার্কেট ডেভেলেপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দল্লাহ।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের মার্কেট ও ইকোনমির উপর ভিক্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের মার্কেটের দেখা যায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপস্থিতি বেশি, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। এই মার্কেটে ট্রেডার ভার্সেস ইনভেস্টর যে সাদৃশ্য থাকা দরকার সেই সাদৃশ্য নেই। আমাদের চেষ্টা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে ভারসাম্য রাখা।

টেকনিক্যাল অ্যানালাইসিস সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ সামসুদ্দিন আহমদে বলেন- ইটিএফ হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট। কিন্তু সমস্যা হচ্ছে যেসব তথ্য নিয়ে আলোচনা করবেন, সেই তথ্য উপাত্ত ঠিকমত নেই।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কমিনার বলেন, শেয়ার কেনার সময় যত লাভ করা যায়, বিক্রির সময় তত বেশি লাভ করা যায় না। যখন বায়ার মার্কেট থাকে তখন শেয়ার কিনতে হয়। সেলার মার্কেটে তা বিক্রি করতে হয়।

অনুষ্ঠানে সিএমজেএফ ফ্যামিলি ডে ২০২২ এর র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল বিজয়ীদের মধ্যে চাবি হস্তান্তর করা হয়। মোটরসাইকেল তিনটি স্পন্সর করেছে-ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।